আবু হায়দার রনির দারুণ বোলিংয়ে জয়ের দোরগোড়ায় ছিল বাংলাদেশ। কিন্তু শেষ ওভারে হতাশ করলেন অধিনায়ক আকবর আলী। তার খরুচে বোলিংয়ে হংকং সিক্সেসের প্লেট ফাইনালে আয়োজকদের কাছে এক উইকেটে হেরে যায় বাংলাদেশ। ফলে রানার্সআপ হিসেবেই টুর্নামেন্ট শেষ করতে হয় আকবরের দলকে।
ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৬ ওভারে ১২০ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ব্যাট হাতে এদিন ঝড় তোলেন অধিনায়ক আকবরর। ১৩ বলে ৫১ রানের টর্নেডো ইনিংস খেলেন তিনি। এছাড়া ৭ বলে ২৭ রানের ক্যামিও খেলেন জিসান আলম। শেষ দিকে বোলারদের তুলোধুনো করে ৮ বলে ২৮ ইনিংস খেলেন আবু হায়দার রনি। ৫ বলে ১০ রান করে টিকে ছিলেন তোফায়েল আহমেদ।
১২১ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই উইকেট হারায় হংকং। বাবর হায়াত ও আনশি রাঠ রানের খাতাই খুলতে পারেননি। শুরুর চাপ সামলে জুটি গড়েন আইজাজ খান এবং নিজাকাত খান। ১৫ বলে ৫৫ রান করে উঠে যান আইজাজ। নাসরুল্লাহ রানা ব্যাটিংয়ে নামলে তাকে চার রানেই ফেরান রনি। শেষ ওভারে হংকংয়ের দরকার ছিল ত্রিশ রানের। তারপর আবার ব্যাটিংয়ে নামেন আইজাজ। আকবর আলির করা শেষ ওভারে পাঁচ ছক্কায় ৩২ রান নেন তিনি। ২১ বলে চারটি চার ও ১১টি ছক্কায় অপরাজিত ৮৫ রান করেন আইজাজ।
এর আগে, হংকং সিক্সেস টুর্নামেন্টের প্লেট লেগের সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে ২৫ রানে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়