
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জের তাড়াশে প্রার্থনা ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। তাড়াশ উপজেলা সনাতন সংস্থা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং তাড়াশ পৌর পুজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
বুধবার সন্ধ্যা ৭টায় তাড়াশ উপজেলার ঐতিহাসিক শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে শোকসভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তাড়াশ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন গোস্বামী, তাড়াশ উপজেলা সনাতন সংস্থার সাধারণ সম্পাদক মৃদুল সরকার পলু, সহসভাপতি সনাতন দাস এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যাম সুন্দরসহ অন্যান্যরা।
বক্তব্যে তপন গোস্বামী বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন ও কিংবদন্তিতুল্য নেত্রী। তাঁর রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান এবং দেশের প্রতি ত্যাগ জাতি চিরদিন স্মরণ রাখবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
শোকসভায় বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। অনুষ্ঠান শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং হরিনাম সংকীর্তন পরিবেশন করা হয়।
এ সময় তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।