শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃত্যু ৪১০, নিখোঁজ ৩৩৬

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 1 month ago

113

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতওয়ারের তাণ্ডবে দেশে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এতে কমপক্ষে ৪১০ জনের মৃত্যু হয়েছে, আর ৩৩৬ জন নিখোঁজ রয়েছেন। খবর রয়টার্স।

মধ্যাঞ্চলের ক্যান্ডি অঞ্চলে ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আলওয়াতুগোদা গ্রামে ৮৮ জন মারা গেছে এবং ২০০-এরও বেশি মানুষ নিখোঁজ। এখানে ২০ হাজারের বেশি মানুষকে ১৭৬টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশজুড়ে প্রায় ১২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। উদ্ধার কাজে শত শত সেনা ও পুলিশ কাজ করছে। ধ্বংসস্তূপ সরাতে বুলডোজার ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া বিদ্যুৎ ও টেলিযোগাযোগ সরবরাহ পুনঃস্থাপনের কাজও চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রবল বৃষ্টি ও ঝড়ের কারণে বাড়িঘর ভেঙে গেছে, রাস্তা ও পাহাড়ের মাটি ধসে গেছে।