যারা সাংবাদিকদের ছোট করে কথা বলেন এবং সাংবাদিকদের মিথ্যা অপবাদ দেন, তাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই, সাংবাদিকতা কোনো সাধারণ পেশা নয়, এটি একটি দায়িত্বশীল কর্মযজ্ঞ। সমাজের সত্য তুলে ধরতে গিয়ে সাংবাদিকরা প্রতিদিন নানা ঝুঁকি, হুমকি ও বাধার মুখোমুখি হন।
সত্য প্রকাশ করতে গিয়ে অনেক সময় সাংবাদিকদের জীবন হুমকির মুখে পড়ে। অপমান, কটাক্ষ আর অবমূল্যায়নের শিকার হন তারা। অথচ সেই সংবাদই সাধারণ মানুষের জানার অধিকার নিশ্চিত করে। দুর্নীতি, অন্যায়, অনিয়ম বা অবহেলার খবর আপনাদের কাছে পৌঁছায় সাংবাদিকদের নিরলস পরিশ্রমের কারণে।
একটি সঠিক সংবাদ তৈরিতে থাকে দিনরাতের খাটুনি, তথ্য সংগ্রহ, অনুসন্ধান আর ত্যাগ। এই পরিশ্রমকে অবমূল্যায়ন করা মানে সত্যকে আড়াল করা। সাংবাদিকদের অপমান করা মানে গোটা সমাজকে অন্ধকারে ঠেলে দেওয়া।
সমালোচনা করুন যুক্তি দিয়ে, তথ্য দিয়ে। কিন্তু অপমান বা মিথ্যা অপবাদ সমাজ ও গণতন্ত্রকে দুর্বল করে। সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন সবই জনগণের কণ্ঠস্বর। সাংবাদিকদের মর্যাদা অক্ষুণ্ণ রাখলে সেই কণ্ঠস্বর শক্তিশালী হবে।
সাংবাদিকদের সম্মান করুন। কারণ সত্যের সঙ্গেই দাঁড়িয়ে থাকে সাংবাদিকতা।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়