বগুড়ার শাজাহানপুরে সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশ নেন।
১৩ আগস্ট বুধবার বেলা ১২টায় শাজাহানপুর প্রেস ক্লাবের আয়োজনে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার মাঝিড়া স্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়।
শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক সানোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণত সম্পাদক সজিবুল আলম সজীব, সাবেক সভাপতি সাজেদুর রহমান সবুজ, আতিকুর রহমান আতিক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাইদুজ্জামান তারা, নজরুল ইসলাম মিলন, সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান মিঠু।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক শাহিন আলম, সুচন্দন সরকার, শাহিন আলম, শফিকুল ইসলাম শফিক, রঞ্জু মিয়া, রিয়াজুল ইসলাম, মেজবাউল আলম, শাহ আলম, সরকার মুক্তা, মনজুরুল ইসলাম রিপন, জাকারিয়া, খাজা রতন, মিজানুর রহমান, নাজিরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক আনোয়ার, মহিউদ্দিন, শিবলু, সুজন, সবুজ, কাইয়ুম, মনোয়ার, যোবায়ের, শাকিল সহ অনেকেই উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে ১৫ দিনের মধ্যে মামলার চার্জশিট জমা প্রধান করে সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দ্রুত বিচার কার্য শেষ করার ইঙ্গিত দেওয়া হয়। অন্যথায় সারাদেশে সাংবাদিকদের নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়