চলনবিল অধ্যুষিত পাবনা জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন থেকে প্রকাশিত ত্রৈমাসিক চলনবিলের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক লুৎফর রহমান হীরা’র মাতা মোছা. রোমেছা খাতুন (৬৯) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি ২০২৫ সালের ৬ আগস্ট বুধবার ভোর ৫টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ বহু শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাজা একই দিন দুপুর ৩টায় হান্ডিয়াল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জয়ঘড় এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমার মৃত্যুতে পরিবার, স্থানীয় জনসাধারণ ও পত্রিকা সংশ্লিষ্টদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে এবং জীবদ্দশায় তাঁর দ্বারা কোন ভুলত্রুটি হয়ে থাকলে সকল ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করা হয়েছে।