বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা ৮ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা।
সোমবার (১৮ আগস্ট) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট ‘এফবি মায়ের দোয়া’ নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে ৮ জেলেসহ সমুদ্রে গমন করে। অতঃপর যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে। তিন দিন পর রোববার (১৭ আগস্ট) সকাল ১০টায় মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করেন। সমুদ্রে টহলরত কোস্টগার্ড জাহাজ স্বাধীন বাংলা মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন ৫নং বয়া এলাকা থেকে মাছধরা ট্রলারসহ ৮ জেলেকে উদ্ধার করে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সিয়াম-উল-হক বলেন, উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করে বোটটিকে নিরাপদে হারবারিয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেওয়া হয়েছে। উপকূল ও উপকূলের মানুষের জান-মাল রক্ষায় কোস্টগার্ডের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়