সাবেক এমপি শাম্মী কেন গ্রেপ্তার হচ্ছে না, প্রশ্ন এনসিপি নেতার

: চলনবিলের সময়
প্রকাশ: 6 months ago

70

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না- প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির।

রোববার (২৭ জুলাই) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এই প্রশ্ন করেন।

পোস্টে তিনি লেখেন, ‘হত্যা মামলার আসামি লীগের এমপি শাম্মীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এর খুঁটির জোর কোথায়!? চাঁদাবাজির জন্য গ্রেপ্তারকে সাধুবাদ। হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার না করায় নিন্দাবাদ।

উল্লেখ্য, শাম্মী আহমেদ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজীরহাট) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। তবে দৈত্ব নাগরিকতার কারণে তার মনোনয়ন বাতিল হয়। পরবর্তীতে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হন এবং দ্বাদশ জাতীয় সংসদের প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন। তিনি ২০১৭ সাল থেকে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।