৬ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর নাম, পদবী বা সেনা সদস্যদের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট প্রচারের অভিযোগ উঠেছে। বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি একটি মহল উদ্দেশ্যমূলকভাবে সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করছে। তারা সেনা সদস্যদের ছবি, পদবী কিংবা ইউনিফর্ম পরিহিত চিত্র ব্যবহার করে নানা ধরনের বিভ্রান্তিকর পোস্ট দিচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হচ্ছে এবং সামাজিক অস্থিরতা তৈরির আশঙ্কা দেখা দিচ্ছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নীতিমালা অনুযায়ী সেনাবাহিনীর পরিচয় কিংবা ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে কোনো ধরনের পোস্ট দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এসব কাজ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে।
সকলকে সতর্ক থাকতে আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ভুয়া আইডি বা পেজ থেকে প্রকাশিত এ ধরনের উসকানিমূলক পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে এসব কার্যকলাপ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করারও আহ্বান জানানো হয়েছে।
কর্তৃপক্ষের মতে, ভুয়া পরিচয় ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো একটি সুপরিকল্পিত অপচেষ্টা। এতে জনগণকে ভুল পথে পরিচালিত করার পাশাপাশি রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ঝুঁকি রয়েছে। তাই এ ধরনের গুজব বা ভুয়া প্রচারণা মোকাবেলায় সবাইকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়