সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিলেন প্রিন্স মাহমুদ

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 3 months ago

192

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর পরামর্শ দিলেন দেশের জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ।

রোববার (১২ অক্টোবর) দুপুরে ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি এ পরামর্শ দেন।

তবে কী কারণে সারজিস আলমকে এই পরামর্শ দিয়েছেনন সংগীতজগতের আলোচিত তারকা, তা উল্লেখ করেননি তিনি।

সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিলেন প্রিন্স মাহমুদ

প্রিন্স মাহমুদ পোস্টে বলেন, ‘স্নেহের সারজিস, তোমার সম্ভবত ঘুম কম হচ্ছে। পারস্পরিক সম্পর্ক অবনতি, মানসিক চাপ, উদ্বেগ, অনিদ্রা অস্থিরতার কারণে সৃষ্ট বিষণ্নতায় আর আবেগজনিত জটিলতায় ভুগছ বলে ধারণা করছি।

তিনি আরও বলেন, ‘ডাক্তারের পরামর্শমতো রিভোট্রিল ০.৫ এম জি বা লেক্সোটানিল খেয়ে দেখতে পারো।’