বিশেষ দিনে ভালোবাসার মানুষটিকে সারপ্রাইজ দিতে নানা উপহার নিয়ে অফিস থেকে আগে আগে বাসায় ফেরেন এক স্বামী। ভেবেছিলেন, আজকের দিনটি হবে ভালোবাসা আর আনন্দে ভরা একটি স্মরণীয় দিন। কিন্তু দরজায় কড়া নাড়তেই যেন সব আনন্দ জমে গেল এক অজানা শঙ্কায়।
স্ত্রীর কোনো সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন স্বামী। অবশেষে জানালার পাশে গিয়ে উঁকি দিতেই দেখলেন এক যুবক জানালার গ্রিল খুলে পালানোর চেষ্টা করছে। সেই মুহূর্তেই স্পষ্ট হয়ে গেল—স্ত্রী কেন দরজা খুলছিল না।
ঘটনাটি ঘটেছে রংপুরের পুকুরপড় চারতলা মোড় এলাকায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই নারীর পরনে ছিল অসংলগ্ন পোশাক, তিনি লজ্জায় মুখ ঢাকতে ব্যস্ত। জানালার পাশে দাঁড়িয়ে থাকা পরকীয়া প্রেমিক পালানোর চেষ্টা করছিলেন। দৃশ্যটি এতটাই বিব্রতকর ছিল যে অনেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হন।
এলাকা সূত্রে জানা গেছে, স্বামী তার স্ত্রীকে সারপ্রাইজ দিতে আগে আগে বাসায় ফেরেন। কিন্তু অনাকাঙ্ক্ষিত এই দৃশ্য দেখে তিনি রাগ ও অপমানে ভেঙে পড়েন। মুহূর্তের মধ্যেই আশপাশে জমে যায় প্রতিবেশীদের ভিড়। পরে কেউ একজন ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, পরকীয়া কেবল একটি প্রতারণা নয়—এটি বিশ্বাস, শ্রদ্ধা ও পারিবারিক মূল্যবোধের ওপর এক নির্মম আঘাত।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়