সারাদেশের ন্যায় চাটমোহরের হান্ডিয়ালে চলছে টাইফয়েড টিকাদান কর্মসূচি

: স্টাফ রিপোর্টার | চলনবিলের সময়
প্রকাশ: ২ সপ্তাহ আগে

8

সারাদেশব্যাপী সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে চাটমোহর উপজেলার হান্ডিয়ালেও শুরু হয়েছে টিকাদান ক্যাম্পেইন।

আজ মঙ্গলবার (১৪ই অক্টোবর) সকাল ১০টায় হান্ডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ। এসময় উপস্থিত ছিলেন ত্রৈমাসিক চলনবিলের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক লুৎফর রহমান হীরা, সহকারী শিক্ষক আরজিনা খাতুন ও সাইফুল ইসলাম প্রমুখ।

টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করেন স্বাস্থ্যকর্মী রফিকুল ইসলাম (সিএইচসিপি), শারমিন খাতুন (এইচএ) এবং একান্ত সরকারসহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা। জানা যায়, হান্ডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬০০ জন ছাত্রছাত্রীকে পর্যায়ক্রমে এ টাইফয়েড টিকা প্রদান করা হবে। স্থানীয় সূত্রে জানা যায় হান্ডিয়াল ইউনিয়নের আরো শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি চলছে।

স্বাস্থ্যকর্মী রফিকুল ইসলাম জানান, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের এ টিকা দেওয়া হচ্ছে। এই টিকা গ্রহণের মাধ্যমে টাইফয়েড জ্বরের ঝুঁকি অনেকাংশে কমে যাবে। শিশুরা থাকবে সুস্থ, সক্রিয় ও সংক্রমণমুক্ত।

এ টিকাদান কর্মসূচির মাধ্যমে এলাকাবাসী আশা করছে, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে টাইফয়েড সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।