অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এরপর সময় যত গড়াচ্ছে নিহতের সংখ্যা বাড়ছে।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস জানিয়েছেন, সিডনিতে সংঘটিত ভয়াবহ হামলায় এখন পর্যন্ত অন্তত ১২ জন নিহত হয়েছেন।
তিনি বলেন, হামলায় জড়িতদের একজন ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং আরেকজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
প্রিমিয়ার মিনসের ভাষ্য অনুযায়ী, হামলাটি ছিল পরিকল্পিত এবং এর লক্ষ্য ছিল সিডনির ইহুদি সম্প্রদায়। এটি ঘটে হানুক্কার প্রথম দিনে—যে রাতটি ওই সম্প্রদায়ের জন্য শান্তি, আনন্দ ও পারিবারিক উদযাপনের হওয়ার কথা ছিল।
ক্রিস মিনস বলেন, যে রাতটি পরিবার ও সমর্থকদের সঙ্গে শান্তি ও আনন্দে কাটানোর কথা ছিল, সেই রাতকে একটি ভয়াবহ ও নৃশংস হামলা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।
নিউ সাউথ ওয়েলস সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই গুলির ঘটনাকে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে চিহ্নিত করেছে। ঘটনার তদন্ত চলছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়