সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় কাঁঠাল খেয়ে দুই ভাই বোনের মৃত্যু

: চলনবিলের সময়
প্রকাশ: ৩ মাস আগে

4

সিরাজগঞ্জের বেলকুচিতে কাঠাল ও মুড়ি খেয়ে বাকি বিল্লাহ ও আছিয়া খাতুন মারা গেছে । ১৬ জুলাই বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাকি বিল্লাহ (৫) ও আছিয়া খাতুন (৪) সম্পর্কে আপন ভাই বোন। মামুদপুর গ্রামের নুরুল হকের সন্তান। নুরুল হক স্থানীয় তাঁত কারখানায় শ্রমিকের কাজ করেন।

স্থানীয়রা জানান, পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কাঠাল-মুড়ি খায় শিশু বাকি বিল্লাহ ও আছিয়া খাতুন। খাওয়ার কিছুক্ষণের মধ্যে পর্যায়ক্রমে দুই শিশুই অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিশুদের দ্রুত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক প্রথমে বোনকে ও পরে ভাইকেও মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. জুলফিকার আলী জানান, খাদ্যে বিষক্রিয়া হয়ে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। সন্ধ্যার পরে স্থানীয় পারিবারিক কবরস্থানে নিহত দুই শিশুর লাশ দাফন করা হযয়েছে।