সিরাজগঞ্জের কামারখন্দে চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের ইঞ্জিনের গ্লাসের ক্ষতি হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের উত্তরে কোবাদ শেখ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জামতৈল রেলওয়ে স্টেশনমাস্টার আবু হান্নান তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার পৌনে ১১টার দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে করে ট্রেনের ইঞ্জিনের গ্লাসের একটু ক্ষতি হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে পুলিশের (ওসি) দুলাল উদ্দিন বলেন, পেট্রোল বোমা নিক্ষেপের বিষয়টি আমরা জানি। ছোট একটি ন্যাকড়ায় আগুনের মতো দিয়ে পেট্রোলের বোতল নিক্ষেপ করেছিল। ওইটা ইঞ্জিনের পাশেই ফাঁকা জায়গায় পড়েছিল।
এই ঘটনায় কোনো মামলা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এ জন্য মামলা হবে না। রেলওয়ে আইনে বা দণ্ডবিধিতে এটি কোন অপরাধের আওতায় পড়বে জানতে চাইলে বলেন, ‘এটা রেলওয়ে আইন হবে, না অন্য আইনে হবে, তা বলা যাচ্ছে না। তবে ক্ষয়ক্ষতি হলে বলা যেত।’
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়