সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেলেও দলের নামেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা সদস্য খন্দকার সেলিম জাহাঙ্গীর। সোমবার বিকেলে তাড়াশ উপজেলা নির্বাচন অফিস থেকে তিনি এই ফরম সংগ্রহ করেন।
একই আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ইতিপূর্বে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আইনুল হক। ফলে আসনটিতে বিএনপির দুই নেতার মনোনয়ন সংগ্রহ নিয়ে তৃণমূলের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
মনোনয়ন সংগ্রহের পর খন্দকার সেলিম জাহাঙ্গীর জানান, দীর্ঘদিন ধরে বিএনপি এই আসনে কেবল রায়গঞ্জ উপজেলা থেকেই প্রার্থী দিচ্ছে। এর ফলে তাড়াশ উপজেলা বারবার বঞ্চিত হচ্ছে। তিনি বলেন:
"তাড়াশের মানুষের অধিকার রক্ষায় এবং দল যাতে প্রার্থী সিলেকশন পুনর্বিবেচনা করে, সেজন্যই আমি মনোনয়ন ফরম তুলেছি। আমি আশাবাদী দল আমার বিষয়টি মূল্যায়ন করবে।"
এ বিষয়ে জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার মোহাম্মদ মশিউর রহমান জানান, একই আসনে একটি দলের পক্ষ থেকে একাধিক ব্যক্তি ফরম সংগ্রহ করলে তাতে কোনো আইনি বাধা নেই। তবে চূড়ান্ত পর্যায়ে দল যাকে প্রতীক বরাদ্দ দেবে, তিনিই অফিসিয়াল প্রার্থী হিসেবে গণ্য হবেন এবং অন্যদের মনোনয়ন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়