
রাজশাহীর বাঘা সীমান্ত থেকে ১৫৬ কেজি ওজনের একটি দুর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মূর্তিটির আনুমানিক মূল্য এক কোটি ৫৬ লাখ টাকা।
বুধবার (০৮ অক্টোবর) রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (০৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে বিজিবির একটি বিশেষ টহল দল বাঘা উপজেলার পাকুরিয়া এলাকায় অভিযান চালায়।
ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট সহকারী পরিচালক মো. সোহাগ মিলনের নেতৃত্বে ৮ সদস্যের এ টহল দলটি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৮ কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় তারা ১৫৬ কেজি ওজনের একটি দূর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করতে সক্ষম হন।
বিজিবি জানায়, আটক মূর্তিটির আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫৬ লাখ টাকা। উদ্ধার করা মূর্তিটি পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়