দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিকসহ ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী উপজেলার রসুলপুর (পলিপাড়া) গ্রামের মৃত জাহিরুল চৌধুরীর বাড়ি তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
আটকরা হলেন, ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার নোইল থানার মারগ্রামের সুতিশ বর্মনের ছেলে নারী ও শিশু পাচারকারী চক্রের সদস্য নেপাল বর্মন (২৯), নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার শালবাড়ী গ্রামের ওমর বর্মনের মেয়ে জলি রানী (৩০), একই এলাকার মিঠু চন্দ্রের মেয়ে (১০) ও আরেক মেয়ে (৩), নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার বড়চাঁদপুর গ্রামের মৃত নিতাই চন্দ্র দাসের ছেলে শ্রী বিজন কুমার দাস (৫৫) এবং শ্রী বিজন কুমার দাসের স্ত্রী শ্রীমতি লিপি রানী দাস (৪৭)।
বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সদস্যরা সতর্ক ও কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। আটকদের ফুলবাড়ী থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, বিজিবির পক্ষ থেকে মানব ও নারী-শিশু পাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়