
পাবনার সুজানগর উপজেলার বিভিন্ন হাট-বাজার ও সড়কের মোড়ে মোড়ে গড়ে ওঠা চায়ের দোকানগুলো এখন মিনি সিনেমা হলে পরিণত হয়েছে। এসব দোকানে টেলিভিশনে সিনেমা প্রদর্শনের পাশাপাশি টাকা দিয়ে ক্যারাম খেলার আসরও বসছে, যা ধীরে ধীরে স্থানীয়দের উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার অধিকাংশ চায়ের দোকানে ক্রেতা টানার কৌশল হিসেবে বসানো হয়েছে বিশাল আকারের রঙিন এলইডি টেলিভিশন ও ক্যারাম বোর্ড। সন্ধ্যার পর থেকে এসব দোকানে জড়ো হন এলাকার নানা বয়সী মানুষ, বিশেষ করে বেকার যুবক ও শিক্ষার্থীরা। তারা টেলিভিশনে সিনেমা দেখার পাশাপাশি টাকার বিনিময়ে ক্যারাম খেলায় অংশ নিচ্ছে।
ভবানীপুর গ্রামের সিদ্দিকুর রহমান জানান, “চায়ের দোকানগুলোর টেলিভিশন রাত গভীর পর্যন্ত চালু থাকে। সেখানে আকর্ষণীয় সিনেমা দেখানো হয়। স্কুল-কলেজের অনেক ছাত্রও সেখানে সময় নষ্ট করছে।”
একই এলাকার রতন বিশ্বাস বলেন, “টাকা দিয়ে ক্যারাম খেলা এখন প্রায় জুয়ার মতো হয়ে দাঁড়িয়েছে। এর ফলে শিক্ষার্থীরা লেখাপড়া থেকে বিমুখ হচ্ছে এবং অনেক সময় এসব খেলাকে কেন্দ্র করে ঝগড়া-বিবাদও দেখা দেয়।”
তারাবাড়ীয়া গ্রামের আমজাদ হোসেন জানান, “সাতবাড়ীয়া বাজারের কয়েকটি চায়ের দোকানে ৫০ থেকে ৫২ ইঞ্চি টেলিভিশন বসানো আছে। সন্ধ্যা নামলেই সেখানে সিনেমা চলে আর ক্যারাম খেলার আয়োজন হয়। এতে অনেক সময় তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতির ঘটনাও ঘটে।”
এ বিষয়ে সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবর রহমান বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। চায়ের দোকানে টেলিভিশনে সিনেমা প্রদর্শন ও টাকা দিয়ে ক্যারাম খেলা বন্ধে শিগগিরই অভিযান চালানো হবে।”
স্থানীয় সচেতন মহল বলছেন, এসব চায়ের দোকান যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা হয়, তাহলে তরুণ প্রজন্মের মধ্যে নেতিবাচক প্রভাব আরও বিস্তার লাভ করবে।