সুজানগরে সড়ক থেকে যুবকের মরদেহ উদ্ধার

: সুজানগর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: 5 days ago

37

পাবনার সুজানগর উপজেলায় সড়কের ধার থেকে মিলন (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শান্তিনপুর বাজারসংলগ্ন চিনাখড়া–সুজানগর সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিলন সাঁথিয়া উপজেলার হৈজোর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মিলন কয়েক বছর আগে বিয়ে করেছিলেন, তবে পরে তার বিবাহবিচ্ছেদ হয়। সোমবার রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে নিজ বাড়িতে ঘুমাতে যান তিনি। ভোরে স্থানীয়রা সড়কের পাশে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সুজানগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় তাকে হত্যার পর মরদেহটি সড়কে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।