সেই পাইক্রফটই পাকিস্তান ম্যাচের রেফারি

: স্পোর্টস ডেস্ক
প্রকাশ: 4 months ago

76

এশিয়া কাপ ২০২৫–এ হ্যান্ডশেক বিতর্কে ঝড় তুলেছিলেন অ্যান্ডি পাইক্রফট। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে সরাতে মরিয়া হয়ে উঠেছিল, এমনকি খেলা এক ঘণ্টা দেরিও করানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আইসিসি কঠোর অবস্থানে থেকে পাকিস্তান–ইউএই ম্যাচের রেফারির দায়িত্বও পাইক্রফটের হাতেই রাখল।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসের সময় অবশ্য ঠাণ্ডা সম্পর্কই চোখে পড়েছে। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা পাইক্রফটের সঙ্গে কোনো করমর্দন বা কথোপকথনে যাননি। তবে বোর্ডের চাপ ও নাটকীয় পরিস্থিতি সত্ত্বেও পাকিস্তানকে মাঠে নামতে হয়েছে, কারণ খেলতে অস্বীকৃতি জানালে সরাসরি বিদায় নিতে হতো এশিয়া কাপ থেকে।

আইসিসি জানিয়ে দিয়েছে, পাইক্রফটের আচরণে কোনো ত্রুটি তারা দেখছে না। তাই পাকিস্তানের দাবি প্রত্যাখ্যাত। এখন দেখার বিষয়—মাঠের বাইরের এই অশান্তি পাকিস্তানের পারফরম্যান্সে কী প্রভাব ফেলে।