সেনা কর্মকর্তাদের পক্ষে লড়বেন না আইনজীবী সারোয়ার, জানালেন কারণ

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 3 months ago
আইনজীবী এম সারোয়ার হোসেন। ফাইল ছবি

74

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি পনের সেনা কর্মকর্তার পক্ষে আইনি লড়াই করবেন না আইনজীবী এম সারোয়ার হোসেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানিয়েছেন এ আইনজীবী।

সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলছেন, মামলায় যে ১৫ সেনা কর্মকর্তার হয়ে তিনি আইনি লড়াইয়ে নেমেছেন, তাদের একজনের বিরুদ্ধে অতীতে নিজেই অভিযোগ দায়ের করেছিলেন।

তিনি বলেন, ‘অতীতে তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুমের যে অভিযোগ আমি করেছিলাম, এই ১৫ জনের মধ্যে তাদের একজন রয়েছেন। এ কারণেই এই মামলার আইনি লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছি।’

অবশ্য গতকাল (বুধবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সেনা কর্মকর্তাদের পক্ষে শুনানিতে অংশ নিয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তা ও আইনজীবী এম সারোয়ার হোসেন।