পাবনার বেড়া উপজেলাধীন কাজিরহাট উচ্চ বিদ্যালয়ে দুই দিনে হঠাৎ করে প্রায় ৪০ শিক্ষার্থী অচেতন হয়ে পড়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের ২য় তলা ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণিকক্ষে থাকা প্রায় ৩৫ শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। তাৎক্ষণিক স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে খবর পেয়ে অভিভাবকরা স্কুলে এসে তাদের অসুস্থ সন্তানদের বাড়ি নিয়ে যায় বলে জানা গেছে।
স্কুল সূত্রে জানা গেছে, রোববার (১৮ মে) বিকাল ৩টায় প্রায় ৬ জন অচেতন হয়ে পড়ার ঘটনা ঘটেছে। দুটি শ্রেণিকক্ষে এক ধরনের গন্ধ পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে কাজিরহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেন হান্ডিয়াল নিউজ কে বলেন, দুদিনে ৪০ শিক্ষার্থী অচেতন হয়ে পড়ার ঘটনা ঘটেছে। দুটি শ্রেণিকক্ষে এক নিঃশ্বাসে গন্ধ পাওয়া যাচ্ছে। তার ধারণা, শ্রেণিকক্ষে কেউ চেতনানাশক স্প্রে করে থাকতে পারে।
বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা সুলতানা নিলা বলেন, ভ্যাপসা গরম অথবা ফুড পয়জনিংয়ের কারণে অচেতন হয়ে থাকতে পারে। তবে পরীক্ষা না করে সঠিকভাবে কিছু বলা সম্ভব না।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোরশেদুল ইসলাম বলেন, স্কুলের শিক্ষার্থীদের অচেতন হয়ে পড়ার বিষয়ে আমি অবগত হয়েছি।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
Copyright © 2025 chalonbilersomoy. All rights reserved.