গাইবান্ধায় ২৫ বছরের সংসারের ইতি টেনে স্ত্রীকে তালাক দিয়ে ৪০ কেজি দুধ দিয়ে জনসম্মুখে গোসল করেছেন লিটন ফারজি নামের এক ব্যাক্তি।
সোমবার দুপুরে জেলার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের ফারাজি পাড়ার লিটন ফারাজি নামের ওই ব্যাক্তি পরিবারের সদস্যদের নিয়ে জনসম্মুখে দুধ দিয়ে গোসল করেন।
স্থানীয়রা জানান, প্রায় ২৫ বছর পূর্বে লিটন ফারাজির সাথে একই ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের লাভলী বেগমের সাথে বিয়ে হয়।দাম্পত্য জীবনে তাদের পরিবারে দুই ছেলে এক মেয়ে।তাদের দাম্পত্য জীবনে প্রায় দ্বন্দ্ব লেগে থাকতো। পারিবারিক দ্বন্দ্ব কলহ আর বিশ্বাসের সংকটের কারণে গত তিন মাস পূর্বে স্ত্রী লাভলী বেগম তাকে এক তরফা তালাক দেন।
দীর্ঘ তিন মাস স্ত্রীকে পরিবারে ফিরে আনার আপ্রাণ চেষ্টা করার পরও স্ত্রীকে সংসারে ফেরাতে না পেরে আজ মনের ক্ষোভে তিনি দুধ দিয়ে গোসল করে সংসার জীবনের ইতি টানেন।
লিটন ফারাজি বলেন, অতীতের সব কিছু ভুলে নতুন উদ্যমে নিজে কে প্রতিষ্ঠিত করতে এবং.বিবাহ বিচ্ছেদের পর নিজেকে পবিত্র করার উদ্দেশ্যে তার পরিবার প্রকাশ্যে দুধ দিয়ে এ গোসলের ব্যবস্থা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়