স্থগিত বিপিএল, ক্রিকেটারদের আরেক আলটিমেটাম

: স্পোর্টস ডেস্ক
প্রকাশ: 2 hours ago

17

অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রিকেটাররা বয়কট প্রত্যাহার না করায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আজ বিপিএল স্থগিতের আগেই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট স্থগিত হলে আরেক আলটিমেটামের ঘোষণা দেয় ক্রিকেটাররা।

বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বশীল এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, নাজমুল ইস্যুতে বিপিএল বন্ধ করা হলে ক্রিকেটার, কোচ, সাপোর্টিং স্টাফসহ সংশ্লিষ্ট সবার পেমেন্ট বিসিবিকে দেয়ার কথা বলেছে ক্রিকেটাররা। যার পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা।

কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ওই বিসিবির পরিচালককে বলেন, বিপিএল এই জায়গায় এসে বন্ধ হয়ে গেলে সে দায় বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলকে বহন করতে হবে। সব পেমেন্ট বিসিবিকেই পরিশোধ করতে হবে।

উল্লেখ্য, বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে পরিচালক নাজমুল ইসলামকে সরিয়ে দেওয়ার পর ক্রিকেটাররা খেলায় না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।