স্বামীর মৃত্যুর শোক শেষ না হতেই স্ত্রীর মৃত্যু

: চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ ঘন্টা আগে

4

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সাপের কামড়ে শারমিন আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) উপজেলার নবকলস গ্রামে নানার বাড়িতে মারা যান তিনি।

শারমিন আক্তার (২১) মতলব পৌরসভার নিলক্ষ্মী গ্রামের মো. হান্নান মীরের মেয়ে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাটোয়ারীর বাড়ির রাজু পাটোয়ারীর সঙ্গে দুই বছর আগে বিয়ে হয়। তিন মাস আগে স্ট্রোক করে মারা যান তিনি।

শারমিন আক্তারের বাবা মো. হান্নান মীর কালবেলাকে বলেন, গত ১ অক্টোবর সন্ধ্যায় টয়লেটে যাওয়ার সময় মেয়েকে সাপে কামড় দেয়। সাপে কামড় দেওয়ার পর এলাকায় কবিরাজ দিয়ে প্রাথমিক চিকিৎসা করি। অসুস্থ হয়ে পড়লে ২ অক্টোবর চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে অ্যান্টিভেনম ও চিকিৎসা করাই। কিছুটা সুস্থ হলে বাড়িতে নিয়ে আসি। রোববারও আমার মেয়ে সুস্থ ছিল।

তিনি আরও বলেন, আজ সকালে মেয়ে তার নানার বাড়িতে মারা যায়। আমার মেয়ের জামাই রাজু পাটোয়ারী গত ৩ মাস আগে স্ট্রোক করে মারা গেছে। আজ আল্লাহ আমার মেয়েটারে নিয়ে গেল। ৯ মাসের নাতনি আছে।