হাতিরঝিল মামলায় অবশেষে জামিন পেলেন হিরো আলম

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: 2 weeks ago

51

রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় গ্রেপ্তারের পর অবশেষে জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। শনিবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এর আগে পুলিশ হিরো আলমকে আদালতে হাজির করলে বিকেল ৪টা ১০ মিনিটে এজলাসে তোলা হয়। শুনানিতে তার আইনজীবীরা জামিন আবেদন করেন, অন্যদিকে বাদী পক্ষ জামিনের বিরোধিতা করেন। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে ২০০ টাকার মুচলেকায় আদালত জামিন প্রদান করেন।

 

এ সময় মামলার বাদী রিয়া মনি আদালতে উপস্থিত ছিলেন। এর আগে গত ১২ নভেম্বর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সেই পরোয়ানার ভিত্তিতে শনিবার সকালে হাতিরঝিল থানার পুলিশ হিরো আলমকে গ্রেপ্তার করে। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, হিরো আলম ও রিয়া মনির মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। পরবর্তীতে তিনি রিয়াকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন।

 

গত ২১ জুন রিয়া মনির পরিবারের সঙ্গে সমঝোতার কথা বলে হাতিরঝিল এলাকার একটি বাসায় ডাকা হয়। সেখানে উপস্থিত হিরো আলমসহ ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি রিয়া মনি ও তার পরিবারের ওপর অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পরে তাদের বর্তমান বাসায় প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মারধর করেন। এতে রিয়া মনি আহত হন এবং তার গলার দেড় ভরি স্বর্ণের চেইন চুরি হয়েছে বলেও অভিযোগে বলা হয়েছে।

ওই ঘটনার পর গত ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন।