মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার জন্য হামাসকে শেষ সুযোগ দেওয়া হয়েছে। হামাস যদি এ চুক্তি লঙ্ঘন করে, তবে সামরিক পদক্ষেপ নেওয়া হবে।
সোমবার (২০ অক্টোবর) ওয়াশিংটনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, ইসরায়েল প্রস্তুত আছে। প্রয়োজন হলে আবারও অভিযান চালানো হবে। হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হবে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক ইসরায়েলি হামলায় হামাস অনেক দুর্বল হয়ে পড়েছে। এ ছাড়া তিনি মনে করেন, হামাসের পক্ষে এখন ইরান সরাসরি হস্তক্ষেপ করবে না।
ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের (হামাসকে) খুব অল্প সময় দিচ্ছি। তারা যদি শান্তির পথে না আসে, তাহলে পরিণতি ভয়াবহ হবে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত অন্তত ৬৮ হাজার ১৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ২০৩ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহত হয় ১ হাজার ১৩৯ জন এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।
সূত্র: শাফাক নিউজ
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়