হারানো ৬১ টি মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিলেন ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার “সাইবার ক্রাইম সেল”

: জয়দেব কুমার দাস (বিশেষ প্রতিনিধি) বগুড়া
প্রকাশ: ২ মাস আগে

15

অদ্য ০৭/০৯/২০২৫ খ্রি. ৪ এপিবিএন, বগুড়ার মাননীয় অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) শহীদ বাবুর  দিকনির্দেশনা ও তত্ত্ববধানে অত্র ব্যাটালিয়নের “সাইবার ক্রাইম সেল” কর্তৃক (আগস্ট/২৫ মাসে) তথ্য-প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ডের ৬১(একষট্টি ) টি হারানো মোবাইল ফোন এবং বিকাশে ও নগদে ২টি ভুলবসত চলে যাওয়া ৫৯,০০০/-( উনষাট হাজার ) টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর এবং ০৪ (চার) জন নিখোঁজ ব্যক্তি উদ্ধার, ০২ টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার, ২টি ফেসবুক আইডি পুনরুদ্ধার, ১টি ইমেইল আইডি উদ্ধার, ০২টি সাইবার বুলিং সমাধান করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মধুসুদন রায়, সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান পিপিএম, মোঃ তৌফিকুল ইসলাম, মোঃ নাসির উদ্দীন মন্ডল সহ সাইবার ক্রাইম সেলের সদস্যগন। প্রকৃত মালিকগন তাদের হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, নিশিন্দারা, বগুড়া কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

৪ এপিবিএন, বগুড়ার সাইবার ক্রাইম সেলের হট লাইন ও হোয়াটসঅ্যাপ নাম্বারঃ ০১৩২০-১৯০২০৬, ০১৩২০-১৯০৫৯৯ এ যোগাযোগ করে আপনার অভিযোগ/পরামর্শ দিতে পারেন।