সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান ‘দেন অ্যান্ড নাউ’ ট্রেন্ডে গা ভাসিয়ে নিজের ফেলে আসা দিনগুলোর দিকে ফিরে তাকালেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। ১১ বছর আগের ‘লাভ আজকাল’ সিনেমার একটি লুকের সঙ্গে বর্তমানের একটি ছবি শেয়ার করে তিনি নিজের দীর্ঘ ২৬ বছরের বন্ধুর পথচলার স্মৃতিচারণ করেছেন। এই যাত্রায় প্রতিটি ভুল ও ব্যর্থতা থেকে শেখার কথাই তিনি তুলে ধরলেন ভক্তদের সামনে।
বুধবার (৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করে শাকিব খান এক আবেগঘন বার্তায় লেখেন, ‘গত ১১ বছরে শেখা, উত্থান-পতন—প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে।
ঢাকাই সিনেমায় প্রায় দুই দশক ধরে শীর্ষস্থান ধরে রাখা শাকিব খানের এই পথচলা মোটেও মসৃণ ছিল না। সেই কঠিন সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, ‘হার মানিনি, কারণ প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে। পিছিয়ে পড়িনি, কারণ প্রতিটা ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে। যখন দুনিয়া বলেছে ‘পারবে না’, আমি বলেছি ‘দেখে নিও’। সময় বারবার পরীক্ষা নিয়েছে, কিন্তু আমি থামিনি।
করোনা মহামারি পরবর্তী সময়ে এক নতুন শাকিব খানকে দেখছে দর্শক। চলচ্চিত্র বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শক— অনেকেই তাকে ‘শাকিব খান ২.০’ বলে অভিহিত করছেন। ২০২৩ সালে মুক্তি পাওয়া হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ ছবিটি দিয়ে তিনি সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সের দর্শকদের কাছেও বিপুল গ্রহণযোগ্যতা পান। এরপর ‘তুফান’ এর মতো সিনেমা দিয়ে শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও বাংলা সিনেমার নতুন দিগন্ত উন্মোচন করেছেন তিনি।
নিজের পথচলাকে নির্ভুল না বললেও প্রতিটি পদক্ষেপকে ‘মূল্যবান’ বলে মনে করেন এই সুপারস্টার। তিনি লেখেন, ‘এই পথচলাতে আমি নিজেকে খুঁজে পেয়েছি। আর সেই গল্পটা এখনো চলছে… প্রতিটি অধ্যায়ে যেন এক নতুন আমি।’
ভক্তদের জন্য সুখবর হলো, খুব শিগগিরই শাকিব খান তার নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিং শুরু করতে যাচ্ছেন, যা ঈদ মৌসুমের বাইরে মুক্তি পাবে। এরপরই ঈদুল ফিতরকে লক্ষ্য করে ‘প্রিন্স’ নামের আরেকটি সিনেমার কাজ শুরু করবেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়