ইত্তিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল নারী জাতীয় দল। ব্রাজিলের হয়ে গোল করেছেন বিআ জানেরাত্তো ও দুদিনহা। ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেছেন স্ট্যানওয়ে। পাঁচ ম্যাচ পর প্রথমবারের মতো গোল হজম করল ২০২৩ বিশ্বকাপের রানার্সআপরা।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল। মাত্র দুই মিনিটের মাথায় বিআ জানেরাত্তোর পাস পেয়ে বক্সের ভেতর থেকে শট নেন লুদমিলা, যা অল্পের জন্য গোলপোস্টের ডান দিক ঘেঁষে বাইরে যায়। রক্ষণভাগ থেকে আসা বল মাথা দিয়ে নিয়ন্ত্রণে এনে চমৎকার পাস দেন দুদিনহা। বক্সে ঢুকে কিটিংয়ের বাঁদিকে নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে নেন বিআ জানেরাত্তো।
গোল হজমের পর ইংল্যান্ড পাল্টা আক্রমণে উঠলেও ব্রাজিলের রক্ষণভাগ ছিল অনবদ্য। প্রতিটি ক্রস কিংবা লফটেড বল হয় ডিফেন্ডারদের ক্লিয়ারেন্সে, নয়তো গোলরক্ষক লোরেনার নিরাপদ হাত খুঁজে নেয়। পাল্টা আক্রমণে মাঝমাঠে বল কেড়ে নিয়ে আবারও আক্রমণে ওঠে ব্রাজিল। এবার জানেরাত্তোই পাস দেন দুদিনহাকে, যিনি একেবারে সামনে মুখোমুখি হয়ে ইনস্টেপ শটে কিটিংকে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন।
ইংল্যান্ডের এলা টুন বক্সে ঢুকতে গেলে ফাউল করেন ব্রাজিল অধিনায়ক অ্যাঞ্জেলিনা। রেফারি সেটিকে স্পষ্ট গোলের সুযোগ নষ্ট হিসেবে বিবেচনা করে সরাসরি লাল কার্ড দেখান অধিনায়ককে। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণে ওঠে ইংল্যান্ড। মাত্র চার মিনিটের মাথায় পেনাল্টি পায় তারা। স্ট্যানওয়ের শট আটকাতে ঝাঁপিয়ে পড়েও পারেননি লোরেনা। তাতে ম্যাচের ফল দাঁড়ায় ২-১ এ। প্রথমার্ধ থেকেই একজন ফুটবলার কম নিয়ে খেললেও ব্রাজিল দেখিয়ে দিয়েছে, কীভাবে প্রয়োজনের সময় দৃঢ়তা ও ধৈর্য ধরে লড়াই করতে হয়।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়