১০ বছর পর চাটমোহর পৌরসভার বাজেট ঘোষণা

: চাটমোহর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১ মাস আগে

3

পাবনার চাটমোহর পৌরসভার বাজেট ১০ বছর পর ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ২০২৫-২০২৬ অর্থ বছরের ১৮ কোটি ৮৭ লাখ ৪৮ হাজার ৮’শ ৪৪ টাকার সাধারণ ও প্রস্তাবিত বাজেট পেশ করেন চাটমোহর পৌরসভার প্রশাসক ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

এসময় পৌরসভার সদস্য মনজুরুল আলম, মোঃ এনামুল কবির, মোঃ সোহেল রানা, মোঃ আব্দুল মাবুদ, মোঃ আব্দুল গনিসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আওয়ামী সরকারের আমলে গত ১০ বছর বাজেট ছাড়াই শত শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়।