‎১১৩ পটিয়াখালি ৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেল এবিএম মোশাররফ হোসেন

: জুয়েল রানা ( পটুয়াখালী) জেলা প্রতিনিধি
প্রকাশ: ১১ ঘন্টা আগে

60

১১৩ পটুয়াখালি ৪ আসনে ( কলাপাড়া ও রাঙ্গাবালীর) বিএনপি থেকে মনোনয়ন পেলেন আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
‎আজ সন্ধ্যা ৭ টায় কলাপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের লোকজনের উপস্থিতিতে মিষ্টিমুখ করানো হয়,এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন তাকে নিয়েই নেতা কর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন,এছাড়াও তাঁর নির্বাচনী এলাকার মহিপুর কুয়াকাটা রাঙ্গাবালী সহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করা হয়।
‎এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। আজ সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‎সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে প্রায় চার ঘণ্টাব্যাপী বৈঠক হয় বিএনপির স্থায়ী কমিটির। লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সংশ্লিষ্টরা জানিয়েছেন,এই দীর্ঘ বৈঠকেই ২৩৭ আসনে বিএনপি’র মনোনীতদের তালিকা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সেই চূড়ান্ত তালিকা অনুযায়ী ১১৩ পটুয়াখালী ৪ আসনে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রনেতা ও বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশারফ হোসেন।