১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস কলাপাড়া: বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের প্রতি সংসদের সংবর্ধনায় ইউএনওর গুরুত্বপূর্ণ বক্তব্য

: জুয়েল রানা ( পটুয়াখালী) জেলা প্রতিনিধি
প্রকাশ: 1 month ago

98

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপনের উপলক্ষে কলাপাড়া উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি সংসদের সংবর্ধনা অনুষ্ঠান করেছে। এই অনুষ্ঠানে কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন।

কলাপাড়া উপজেলা পরিষদের হলঘরে সোমবার দুপুরে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারগুলোকে সম্মাননা ও স্মারকী পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান, সহকারী ভেবার্টেন, ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক সমাজ উপস্থিত ছিলেন।

ইউএনও কাউছার হামিদ তাঁর বক্তব্যে বলেন, “১৬ ডিসেম্বর আমাদের স্বাধীনতার সবচেয়ে গৌরবময় দিন। এই বিজয় ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধাদের রক্তে লাল হয়েছে। আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ এবং তাদের পরিবারের প্রতি দায়বদ্ধ। সরকারের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের কল্যাণে বিভিন্ন সুবিধা প্রদান করা হচ্ছে, যেমন আর্থিক সহায়তা, চিকিৎসা সুবিধা এবং শিক্ষা সহায়তা। কলাপাড়া উপজেলায় আমরা এই সুবিধাগুলো নিশ্চিত করতে কাজ করছি।”

তিনি আরও বলেন, “বর্তমানে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও মুক্তিযোদ্ধা পরিবারের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আমাদের উচিত এই বিজয়ের চেতনা ধরে রেখে দেশকে উন্নত করা। কোনো শহিদ পরিবার কখনো অসহায় থাকবে না—এটাই আমাদের প্রতিজ্ঞা।”

অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও স্থানীয় নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের স্মৃতিকথা শেয়ার করেন। সবাই একমত হন যে, বিজয় দিবসের চেতনা আমাদের জাতীয়তাবাদী চেতনাকে জাগরূক করে।

কলাপাড়া উপজেলায় মোট ১৫০ জনের বেশি বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, যাদের প্রত্যেকের প্রতি সরকারের বিশেষ সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই অনুষ্ঠান কলাপাড়ার মানুষের মধ্যে বিজয়ের উল্লাস ছড়িয়ে দিয়েছে।