রাজশাহীর বাঘা উপজেলা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২৩ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব।
এর আগে মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে বাঘার চক নারায়ণপুর পালপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর সিপিএসসির একটি দল।
গ্রেপ্তার ওই আসামির নাম মনিরুল ইসলাম ওরফে লিটন (৪২)। তিনি বাঘার নারায়ণপুর গ্রামের বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, লিটন ১৭ বছর আগে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। এ ঘটনায় বাঘা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
তবে রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারের পর বাঘা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুপ্রভাত মন্ডল কালবেলাকে বলেন, র্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর তাকে প্রথমে বাঘা থানায় হস্তান্তর করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
Copyright © 2025 chalonbilersomoy. All rights reserved.