১৯৭১ সালের ১ ডিসেম্বর: মুক্তিযুদ্ধের এক স্মরণীয় অধ্যায়

: জুয়েল রানা ( পটুয়াখালী) জেলা প্রতিনিধি
প্রকাশ: 2 months ago

48

আজ ১ ডিসেম্বর ১৯৭১ এক ইতিহাসের পাতায় অম্লান এক দিন যা বাঙালীর মুক্তি সংগ্রামের গৌরবময় অধ্যায় হিসেবে চিরজাগ্রত থাকবে। একজন সমাজ সচেতন লেখক, বলেছেন, “১৯৭১ সালের এই দিনটি ছিল জাতির স্বাধীনতা সংগ্রামের অজস্র ত্যাগের এক অনন্য প্রতীক, যেখানে লাখো বাঙালি মুক্তির সংকল্প নিয়ে এগিয়ে এসেছিল।”

ভারতীয় মুক্তিবাহিনী ও বাংলাদেশের মুক্তিযোদ্ধারা একযোগে পূর্ববঙ্গকে পাকিস্থানি সামরিক হত্যা থেকে মুক্ত করার জন্য ঐতিহাসিক যুদ্ধের পর আজ আমরা স্বাধীন।

১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে নতুন একটি স্বাধীন দেশ বাংলাদেশের উদয় ঘটে, আর সেই আনন্দ আর বিজয়ের গল্প আজও বাঙালীর হৃদয়ে জীবন্ত। “এই দিনটি আমাদের কেবল অতীত নয়, বরং ভবিষ্যতের এক প্রেরণা। আমাদের কৃতজ্ঞতা এবং সাহসের এক অম্লান স্মৃতি।”

আজকের দিনে আমরা জাতির সব বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাই এবং স্বাধীনতার মর্ম উপলব্ধি করি।