আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি ১০ মাস। তবে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে উত্তেজনার তাণ্ডব সৃষ্টি করেছে ফুটবল বিশ্বের সেরা এই আসর। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা জানিয়েছে, নর্থ আমেরিকার তিন দেশ— যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য এক মিলিয়নের বেশি টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।
ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ২১২টি দেশ থেকে ভক্তরা এই প্রথম প্রি-সেল ফেজে টিকিট কিনেছেন। তিনি বলেন, ‘প্রতি-প্রতিক্রিয়া অবিশ্বাস্য এবং এটি প্রমাণ করছে যে, ইতিহাসের সবচেয়ে বড় ও সর্বাত্মক বিশ্বকাপ ইতোমধ্যেই বিশ্বজুড়ে ভক্তদের মন জয় করতে শুরু করেছে।’
টিকিটের চাহিদায় তিনটি আয়োজক দেশের পর রয়েছে ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স। বিশেষভাবে আর্জেন্টিনার খেলা দেখার জন্য ভক্তদের আগ্রহ সবচেয়ে বেশি।
ফিফা জানিয়েছে, অক্টোবর ২৭ থেকে টিকিট বিক্রির দ্বিতীয় পর্যায় শুরু হবে।
এ পর্যন্ত বিশ্বকাপের জন্য ৪৮ দলের মধ্যে ২৮ দল যোগ্যতা অর্জন করেছে, যার মধ্যে আর্জেন্টিনাও রয়েছে। ইউরোপীয় কোয়ালিফায়ার এখনো অবশ্য মাঝপথে রয়েছে, এখন পর্যন্ত কেবল ইংল্যান্ড নিশ্চিত হয়েছে।
ইনফান্তিনো এ প্রসঙ্গে যোগ করেন, ‘আমি খুবই আনন্দিত যে এই উত্তর আমেরিকার মহা ইভেন্টে এত ফুটবল ভক্ত অংশগ্রহণের আগ্রহ দেখাচ্ছে। এটি সত্যিই এক বিশেষ মুহূর্ত।’
২০২৬ বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় উৎসব হতে যাচ্ছে— যেখানে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ভেন্যুতে ফুটবলপ্রেমীদের ভিড় এবং আর্জেন্টিনার খেলা দেখার উত্তেজনা নতুন মাত্রা যোগ করবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়