২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাংকিং প্রকাশ, সেরা দশে যারা

: স্পোর্টস ডেস্ক
প্রকাশ: 3 weeks ago

71

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের ঐতিহাসিক দ্বৈরথ এখন কার্যত অধ্যায়ের সমাপ্তিতে। প্রায় দুই দশক ধরে ব্যালন ডি’অর মানেই ছিল দুই মহাতারকার আধিপত্য। তবে ২০২৬ সালের ব্যালন ডি’অর দৌড় শুরু হতেই বদলাতে শুরু করেছে সেই পরিচিত চিত্র। এবার গোল্ডেন বলের লড়াইকে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি উন্মুক্ত, অনিশ্চিত ও বহুমুখী বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

২০২৫ সালে পিএসজিকে প্রথম ইউরোপিয়ান কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ব্যালন ডি’অর জিতে আলোচনার কেন্দ্রে উঠে আসেন উসমান ডেম্বেলে। ক্যারিয়ারের নানা উত্থানপতনের পর ওই মৌসুমে তার ধারাবাহিক ও প্রভাবশালী পারফরম্যান্সই তাকে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত স্বীকৃতিতে পৌঁছে দেয়। তবে নতুন মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠেছে—২০২৬ সালের দৌড়ে ডেম্বেলে আর এককভাবে এগিয়ে নেই। বরং একাধিক তারকা ফুটবলারের তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম গোলডটকম ক্লাব ও জাতীয় দলের পারফরম্যান্স বিশ্লেষণ করে প্রকাশ করেছে ২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাংকিং। শীর্ষ দশের এই তালিকায় জায়গা পেয়েছেন সর্বাধিক আটবার ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। এ ছাড়া সেরা দশের তালিকায় রয়েছে বড় চমক। মেসির নাম থাকলেও সেই তালিকায় জায়গা হয়নি রোনালদোর।

গোল ও সামগ্রিক পারফরম্যান্সের বিচারে ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। চলতি মৌসুমে তিনি ইতোমধ্যে ৩৫ গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি গোল। পাশাপাশি মৌসুমের শুরুতেই জিতেছেন সুপারকাপ, যা তার অবস্থান আরও শক্ত করেছে।

২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাংকিংয়ের সেরা দশ-

১. হ্যারি কেইন; ২. আর্লিং হালান্ড; ৩. কিলিয়ান এমবাপ্পে; ৪. লামিন ইয়ামাল; ৫. ডেক্লান রাইস; ৬. ভিতিনহা, ৭. মাইকেল ওলিস; ৮. লুইস দিয়াজ; ৯. লিওনেল মেসি; ১০. আশরাফ হাকিমি