প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ার পর দ্বিতীয় ইনিংসেও লিডের পাহাড় গড়ছে বাংলাদেশ দল। লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৯১ রান। স্বাগতিক ব্যাটারদের দাপটে দিশেহারা আয়ারল্যান্ডের বোলাররা।
শনিবার (২২ নভেম্বর) দিনের প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ রান তুলেছে ১২৪। মুমিনুল ৭৯ ও মুশফিক অপরাজিত আছেন ৪৪ রানে। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের রান ৩ উইকেটে ২৮০। চালকের আসনে থাকায় মোটামুটি ওয়ানডে মেজাজেই খেলছেন দুই ব্যাটার।
প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরি পেয়েছেন মুমিনুল হক। টেস্টে এটি তার ২৫তম হাফ সেঞ্চুরি। ৮২ এবং ৬৩ রানের পর আয়ারল্যান্ডের বিপক্ষে আরেকটি হাফ সেঞ্চুরি পেয়েছেন এই ব্যাটার। ৭৬ বলে আসে এই হাফ সেঞ্চুরি।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়