৫ই আগস্ট: স্বৈরাচার পতনের এক বছর পূর্তি — শহীদদের রক্তে লেখা স্বাধীনতার ইতিহাস

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: ২২ ঘন্টা আগে

বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনায় ঐতিহাসিক দিন – ৫ই আগস্ট ২০২৪ — ইতিহাসের পাতায় লাল অক্ষরে লেখা এক গৌরবময় অধ্যায়। এই দিনে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রের বিজয়গাথা রচনা করে ছাত্র-জনতা ও জাতীয়তাবাদী শক্তি। এই দিনটি ছিল একদিকে আনন্দের, অন্যদিকে অপূরণীয় ত্যাগের দিন।

শহীদ জিয়া-এর অমর আদর্শ এবং গণমানুষের প্রতি দায়বদ্ধতাকে সামনে রেখে হাজারো তরুণ-তরুণী হাসিমুখে রাজপথে প্রাণ দিয়েছেন। তাঁদের রক্তে রঞ্জিত হয়েছিল বাংলার মাটি — সেই মাটিতে ফুটেছে স্বাধীনতার নতুন সূর্য। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম সংগঠক, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ডাঃ ফিরোজ মাহমুদ ইকবাল বলেন:

“৫ই আগস্ট আমাদের জন্য শুধুই বিজয়ের নয়, কষ্টেরও দিন। এই দিনে আমরা পেয়েছি গণতন্ত্র, হারিয়েছি আমাদের কলিজার টুকরো সন্তানদের। জাতি হিসেবে আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব শহীদদের কাছে।” তিনি আরও বলেন, “শহীদ জিয়া শুধু একটি নাম নয়, এটি একটি চেতনার নাম। সেই চেতনাই আমাদের পথ দেখাবে গণতন্ত্র ও স্বাধীনতার পথে।”

সারা দেশে বিভিন্ন জায়গায় এ দিনটি স্মরণে দোয়া মাহফিল, বিজয় মিছিল, আলোচনা সভা ও শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।