৮ দফা দাবিতে পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে এই কর্মসূচি পালন করে তারা। এ সময় ৮ দফা দাবি তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, ১৬ ও ১৭ ব্যাচের ইয়ারড্রপ ফেইলকৃত বিষয়ের নাম ও গ্রেড অফিসিয়ালভাবে জানাতে হবে। ইয়ারড্রপের কারণ বিস্তারিত জানাতে হবে। সেমিস্টারের রেজাল্ট সর্বোচ্চ তিন মাসের মধ্যে গ্রেডসহ প্রকাশ করতে হবে। লেভেল-২, টার্ম-২ এর রেজাল্ট গ্রেডশীটসহ পুনরায় প্রকাশ করতে হবে। প্রতিটি সেমিস্টার ছয় মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। সাপ্লিমেন্টারি ব্যবস্থা চালু করে ফি স্বল্প রাখতে হবে। সংশোধিত বা নতুন নিয়মাবলি দ্রুত শিক্ষার্থীদের জানানো হবে। শিক্ষক সংকট দূর করে মানসম্পন্ন শিক্ষক দিয়ে ক্লাস নিতে হবে। এই সকল দাবি সমূহ না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এসময় বক্তব্য দেন পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, নাইম ইসলাম, অনিকসহ অনেকে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. বখতিয়ার হোসেন বলেন, এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। যে সকল যৌক্তিক দাবি রয়েছে তা অবশ্যই মেনে নেওয়া হবে এবং শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়