পাবনা পৌরসভার উত্তর শালগাড়িয়া সরদারপাড়া এলাকায় ৯ বছরের শিশু শিক্ষার্থী হাফসা হত্যার প্রতিবাদে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
সোমবার (১৭ নভেম্বর) সকালে সরদারপাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। পরে বিক্ষোভকারীরা স্কয়ার মেরিল বাইপাস এলাকায় পাবনা–ঢাকা মহাসড়ক অবরোধ করেন। সেখানে অবস্থান ধর্মঘট ও মানববন্ধনের মাধ্যমে তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে নিহত হাফসার পরিবার ও স্থানীয়রা বলেন, বিচার প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে।
পরে বিক্ষুব্ধ জনতা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডেও বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
উল্লেখ্য, গত শনিবার (১৫ নভেম্বর) রাতে সরদারপাড়া এলাকায় হাফসার নানা বাড়ির পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় একটি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্রী হাফসা নানা মল্লিক সরদারের বাড়িতেই থাকতো। ঘটনার পর পুলিশ রমজান ও সাব্বির নামে দুই যুবককে আটক করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়