দীর্ঘ ৯ মাস পর সেন্টমার্টিন দ্বীপ পর্যটকদের জন্য খোলা হয়েছে। তবে পর্যটক না যাওয়ায় কক্সবাজার থেকে ছাড়েনি পর্যটকবাহী কোনো জাহাজও।
পর্যটকরা জানান, কক্সবাজার শহর থেকে যাত্রা করে দ্বীপে পৌঁছাতে ৮ থেকে ৯ ঘণ্টা সময় লাগে। দীর্ঘ যাত্রা শেষে সেখানে রাত্রিযাপন না করে পুনরায় ফিরে আসা সম্ভব নয়।
জাহাজ মালিকরা জানান, পর্যটকদের আগ্রহ না থাকায় তারা জাহাজ ছাড়তে পারেনি। সরকারের বেধে দেওয়া নিয়ম অনুযায়ী, নভেম্বরে পর্যটকদের সেন্টমার্টিনে গিয়ে দিনেই ফিরতে হবে। তবে ডিসেম্বর ও জানুয়ারিতে রাত্রিযাপন করা যাবে সেখানে।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। সরকার দ্বীপের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নেয়। ১ নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ফের পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সেন্টমার্টিন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়