রাজধানীর মোহাম্মাদপুরের আদাবরে একটি বাসার লকার ভেঙে ৪০ ভরি স্বর্ণ লুটের ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এরই মধ্যে ৩২ ভরি স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে তাৎক্ষণিক আটককৃতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে আদাবর ১৬ নম্বর রোডে একটি বাসায় এই লুটের ঘটনা ঘটে।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শনিবার (৪ জানুয়ারি) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় ৩২ ভরি স্বর্ণ উদ্ধারসহ ২ জন আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়