রাজধানীসহ দেশের অধিকাংশ জায়গায় গত দুদিন ধরে সূর্যের দেখা নেই। হিমেল বাতাসের সঙ্গে কুয়াশায় দিনভর মেঘাচ্ছন্ন থাকছে আকাশ। সন্ধ্যা নামতেই বাড়ছে শীতের তীব্রতা। এমন পরিস্থিতে সুখবর দিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে তিনি বলেন, চলমান শীতের প্রকোপ শনিবার (৪ জানুয়ারি) থেকে কমে আসবে। একইসঙ্গে এদিন সূর্যের দেখাও মিলতে পারে। দিন-রাতের তাপমাত্রাও কিছুটা বাড়বে।
আবহাওয়াবিদ ওমর ফারুক আরও বলেন, রাজাধানীতে কবে শৈত্যপ্রবাহ বইতে পারে তা এখনই বলা যাচ্ছে না। আবহাওয়ার সিনপটিক অবস্থায় এখন পর্যন্ত তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না।
এদিকে শনিবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে, রাজশাহী, পাবনা, বগুড়া, নওগা এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের (৮ জেলা) ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
এ ছাড়া এ সময়ে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে। একইসঙ্গে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়