৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ

- আপডেট সময় : ১০:৫১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহরের নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দলের সদস্য সংগ্রহ কর্মসূচির অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শাকিল উজ্জামান বলেন, গণঅধিকার পরিষদ স্রোতের বিপরীতে দাঁড়িয়ে রাজপথ থেকে গড়ে ওঠা একটি সংগঠন। স্বৈরাচারী হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে গণমানুষের ন্যায্য অধিকার আদায়ে দাবিতে গণঅধিকার পরিষদ রাজপথে আন্দোলন-সংগ্রাম করে গেছে।
তিনি বলেন, গণঅধিকার পরিষদ গণমানুষের ভালোবাসার সংগঠনে পরিণত হয়েছে। যেকোনো অন্যায়-অবিচার, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মনিরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর, সহ-সভাপতি রুবেল খান, আনিসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তরুণ, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদুল ইসলাম ফাহাদ ও সাধারণ সম্পাদক নবাব আলীসহ অনেকেই উপস্থিত ছিলেন।