স্বপ্নে দেখলেন একটি নম্বর। ঘুম ভাঙলে স্বপ্নে দেখা নম্বরটি স্বামীর কাছে শেয়ার করলেন। স্বামী ঘটনাটি শুনে স্ত্রীকে বললেন স্বপ্নে দেখা ওই নম্বরের একটি লটারির টিকিট কিনতে। কে জানতো ওই নম্বরই মিলে যাবে এবং জিতে যাবেন ৫০ হাজার ডলারের একটি লটারি। অদ্ভুত এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক দম্পতির। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম মিয়ামি হেরাল্ড এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, মেরিল্যান্ডের প্রিন্স জর্জস কাউন্টির ওই নারী গত ডিসেম্বরে একটি স্বপ্ন দেখেন। তিনি সিদ্ধান্ত নেন, সেই সংখ্যা দিয়ে লটারির টিকিট কিনবেন।
তবে সুযোগটি প্রায় হারাতে বসেছিলেন তিনি। কারণ লটারির কথা প্রায় ভুলেই গিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি দেরি করছিলাম এবং প্রায় ভুলেই গিয়েছিলাম লটারি খেলতে। কিন্তু এটা জানতাম, স্বপ্নের সেই সংখ্যাগুলো দিয়ে অবশ্যই খেলতে হবে।’
অবশেষে, অক্সন হিলের একটি দোকান থেকে তিনি ৯-৯-০-০-০ সংখ্যা দিয়ে একটি ‘পিক-৫’ লটারি টিকিট কেনেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়