জয়পুরহাটের অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে সুবর্ণা আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট-আক্কেলপুর সড়কে সদর উপজেলার খেজুরতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ সুবর্ণা আক্তার জয়পুরহাট সদর উপজেলার জামালপুর সমত পাড়া গ্রামে সুজাউল ইসলামের মেয়ে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, গৃহবধূ সুবর্ণা আক্তার নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে জামালগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথে খেজুরতলী এলাকায় পৌঁছালে চাকায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন সুবর্ণা আক্তার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়