সংবাদ শিরোনাম :
নোটিশঃ
পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

পরিবর্তন টিভি নিউজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৬:০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকার পুরাতন লঞ্চঘাট থেকে মরদেহটি উদ্ধার করে নৌপুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকালে উপজেলার মহর আলী মাদবর কান্দি এলাকার নদীতে মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
অর্ধগলিত হওয়ায় নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।