ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

ছাত্র-জনতার ওপর হামলা, নিষিদ্ধ ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

পরিবর্তন টিভি নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৫:১৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা মামলায় কুড়িগ্রামের রৌমারীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (১৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান।

 

এর আগে, শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার দাঁতভাঙ্গা বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ওই কর্মীর নাম রেজাউল ইসলাম। তিনি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন ইউনিয়নের উজান ঝগড়ার চর গ্রামের মোজাম্মেল হকের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ছিল।

রেজাউলের বাবা মোজাম্মেল হক বলেন, ছাত্রলীগের কোনো পদধারী নেতা ছিলেন না রেজাউল। তবে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে যাওয়া-আসা করত এবং রাজনৈতিক পরিচয়ে কোনোদিনও মারামারি কিংবা অন্যায় কোনো কাজে জড়িত ছিল না। পুলিশ শুধু অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করেছে।

 

তিনি বলেন, প্রকাশ্যে আওয়ামী লীগের বড় বড় নেতা বাজারে ঘুরে বেড়াচ্ছে তাদের গ্রেপ্তার না করে নির্দোষ কর্মীদের গ্রেপ্তার করে পুলিশ।

 

রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, গত বছরের ৪ আগস্ট কোটা আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য ছাত্র-জনতা মিলে রৌমারী সরকারি কলেজ মাঠে সমবেত হয়। এ সময় আওয়ামী লীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা আন্দোলনে অংশ নেওয়া সাধারণ ছাত্র-জনতার ওপর অবৈধ পিস্তল, দেশীয় অস্ত্র, চা পাতি, চাইনিজ কুড়াল ও ককটেলসহ বিভিন্ন অস্ত্রসহ অতর্কিত হামলা করেন।

 

তিনি বলেন, এ ঘটনায় গত বছরের ২৭ ডিসেম্বর ইসরাফিল হক নামের এক ব্যক্তি বাদী হয়ে রৌমারী থানায় মামলা দায়ের করেন। নিষিদ্ধ সংগঠনের উগ্রপন্থি ছাত্রলীগ কর্মী রেজাউল ইসলামকে তদন্তপ্রাপ্ত হয়ে অজ্ঞাত আসামি হিসেবে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ইতোমধ্যে এ মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ছাত্র-জনতার ওপর হামলা, নিষিদ্ধ ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:১৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা মামলায় কুড়িগ্রামের রৌমারীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (১৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান।

 

এর আগে, শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার দাঁতভাঙ্গা বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ওই কর্মীর নাম রেজাউল ইসলাম। তিনি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন ইউনিয়নের উজান ঝগড়ার চর গ্রামের মোজাম্মেল হকের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ছিল।

রেজাউলের বাবা মোজাম্মেল হক বলেন, ছাত্রলীগের কোনো পদধারী নেতা ছিলেন না রেজাউল। তবে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে যাওয়া-আসা করত এবং রাজনৈতিক পরিচয়ে কোনোদিনও মারামারি কিংবা অন্যায় কোনো কাজে জড়িত ছিল না। পুলিশ শুধু অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করেছে।

 

তিনি বলেন, প্রকাশ্যে আওয়ামী লীগের বড় বড় নেতা বাজারে ঘুরে বেড়াচ্ছে তাদের গ্রেপ্তার না করে নির্দোষ কর্মীদের গ্রেপ্তার করে পুলিশ।

 

রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, গত বছরের ৪ আগস্ট কোটা আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য ছাত্র-জনতা মিলে রৌমারী সরকারি কলেজ মাঠে সমবেত হয়। এ সময় আওয়ামী লীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা আন্দোলনে অংশ নেওয়া সাধারণ ছাত্র-জনতার ওপর অবৈধ পিস্তল, দেশীয় অস্ত্র, চা পাতি, চাইনিজ কুড়াল ও ককটেলসহ বিভিন্ন অস্ত্রসহ অতর্কিত হামলা করেন।

 

তিনি বলেন, এ ঘটনায় গত বছরের ২৭ ডিসেম্বর ইসরাফিল হক নামের এক ব্যক্তি বাদী হয়ে রৌমারী থানায় মামলা দায়ের করেন। নিষিদ্ধ সংগঠনের উগ্রপন্থি ছাত্রলীগ কর্মী রেজাউল ইসলামকে তদন্তপ্রাপ্ত হয়ে অজ্ঞাত আসামি হিসেবে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ইতোমধ্যে এ মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।